শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রশংসিত নারী হিলারি

যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রশংসিত নারী হিলারি

ছিলেন ফার্স্ট লেডি। এরপর দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়। কিন্তু এ পরাজয় হিলারি র‌্যাডহম ক্লিনটনের জয়প্রিয়তা এতটুকুও কমায়নি। বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মহারথীদের পেছনে ফেলে দেশটিতে এখনো সবচেয়ে প্রশংসিত নারী হিলারি। গ্যালাপ জরিপের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, ইলেকটোরাল ভোটের হিসাবে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন হিলারি ক্লিনটন। তবে তিনি প্রায় ৩০ লাখ বেশি পপুলার ভোট পেয়েছিলেন। জরিপে অংশ নেওয়া শতকরা ৯ ভাগ মানুষ হিলারির পক্ষে রয়েছেন। এর ফলে তার চেয়ে মাত্র দুই পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর পাঁচ পয়েন্ট কম পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন অপরাহ উইনফ্রে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা মাত্র ৩ ভাগ সমর্থন করেছেন ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে। তার চেয়ে এক পয়েন্ট কম পেয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও রানী দ্বিতীয় এলিজাবেথ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা মাত্র এক ভাগ মানুষ। একই সমান সমর্থন রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস, জাতিসংঘে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ও সংগীতশিল্পী বেয়োন্সে নোয়েলস। ওই জরিপে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা প্রথম এক বছরেরই ভয়াবহভাবে নিচে নেমে গেছে।—বাসস।

বারাক ওবামার সঙ্গে জনপ্রিয়তার মাপকাঠিতে তিনি দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন। বারাক ওবামার প্রশংসা করেছেন শতকরা ১৭ ভাগ মানুষ। আর ট্রাম্পের প্রশংসা করেছেন শতকরা ১৪ ভাগ। ২০১৬ সালে ওবামাকে এক্ষেত্রে সমর্থন করেছিলেন শতকরা ২২ ভাগ মানুষ। আর ট্রাম্পকে ১৫ ভাগ। ওই রিপোর্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে এ বছর সবচেয়ে বেশি প্রশংসিত পুরুষর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ষষ্ঠ পোপ ফ্রান্সিস। তাকে সমর্থন করেছেন শতকরা ৩ ভাগ মানুষ। এরপরই রয়েছেন আরিজোনার সিনেটর জন ম্যাককেইন। তাকে সমর্থন করেছেন শতকরা ২ ভাগ মানুষ। এএফপি

সর্বশেষ খবর