শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধুর সহচর আহমেদ আলী গুরুতর অসুস্থ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বঙ্গবন্ধুর সহচর আহমেদ আলী গুরুতর অসুস্থ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আহমেদ আলী গুরুতর অসুস্থ। তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। গণপরিষদের সদস্য প্রবীণ এই রাজনীতিক এখন রাজধানীর এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন। আহমেদ আলী ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধকালে আগরতলায় ইয়থ ক্যাম্প কমিটির চেয়ারম্যান ছিলেন। ৮ ডিসেম্বর কুমিল্লা হানাদার পাকিস্তানি সেনামুক্ত হলে মুক্তির বিজয় পতাকা প্রথম উত্তোলন করেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে জিতে হয়েছিলেন গণপরিষদ সদস্য। ছিলেন কুমিল্লা (বৃহত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। আহমেদ আলীর মেয়ে আইরিন জানান, তার পিতা ১ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রস াব বন্ধ হয়ে যায়। তখন তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে ৬ জানুয়ারি তাকে ঢাকায় নিয়ে আসা হয়। চিকিৎসকরা বলেছেন, মুক্তিযুদ্ধ সংগঠক এই রাজনীতিকের মেরুদণ্ডের বেশ কিছু হাড় ক্ষয়ে গেছে। বয়স বেশি তাই সার্জারি, কেমো বা রেডিও থেরাপি সম্ভব নয়। যতদিন বাঁচবেন প্রতিমাসে একটি করে হরমন ইনজেকশন নিতে হবে। গুরুতর অসুস্থ হলেও অ্যাডভোকেট আহমেদ আলী বাকরুদ্ধ নন। তিনি বলেন, ‘একবার শেখ হাসিনাকে দেখতে চাই। হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না।’ আহমেদ আলীর জন্ম নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে। নবীনগর এখন ব্রাহ্মণবাড়িয়া জেলাভুক্ত। তিনি কয়েকটি বইও লিখেছেন। এর অন্যতম ‘আওয়ামী লীগের ইতিকথা’।

সর্বশেষ খবর