বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পর্নো তারকা নিয়ে বিপাকে ট্রাম্প

পর্নো তারকা নিয়ে বিপাকে ট্রাম্প

স্টর্মি ডেনিয়েলস (যার আসল নাম ক্লিফোর্ড) নামে এক পর্নোতারকাকে অর্থ দেওয়ার কথা অবশেষে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ওই তারকাকে এক লাখ ৩০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৮ লাখ টাকা) দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে ওই অর্থ ট্রাম্প নন, বরং তিনি নিজের পকেট থেকে দিয়েছিলেন বলে দাবি করেছেন। প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। গত বছরের শেষ দিকে আরেক প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, পর্নোতারকা ডেনিয়েলসের সঙ্গে ২০০৬ সালে রিয়েল এস্টেট মুগল ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যাতে কোনো সমস্যার সৃষ্টি না করে এ জন্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ডেনিয়েলস যাতে এটি প্রকাশ্যে না আনে সেজন্য ট্রাম্পের হয়ে তার আইনজীবী কোহেন ওই তারকার সঙ্গে একটি আর্থিক চুক্তি করেছিলেন। আর এ চুক্তি হয়েছিল গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের (যা ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়) মাত্র এক মাস আগে। তবে ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী কোহেন এ খবরকে এর আগে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। এমনকি পর্নোতারকাকে অর্থ লেনদেনের বিষয়টিও নাকচ করে দিয়েছিলেন তিনি। তবে অবশেষে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে এ কথা স্বীকার করলেন তিনি। ওই অর্থ দেওয়ার কথা স্বীকার করে বিবৃতিতে আইনজীবী কোহেন বলেন, ‘ট্রাম্প অর্গানাইজেশন বা ট্রাম্পের নির্বাচনী শিবির কোনোটিই পর্নোতারকা ক্লিফোর্ডের সঙ্গে লেনদেনের অংশীদার ছিল না এবং প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই কেউ ওই লেনদেনের জন্য আমাকে অর্থ পরিশোধ করেনি।’ ডেনিয়েলসকে বৈধভাবেই ওই অর্থ দেওয়া হয়েছিল। পর্নোতারকাকে দেওয়া অর্থ কারও নির্বাচনী ব্যয়ের অংশ ছিল না বলেও বিবৃতিতে জানিয়েছেন ওই আইনজীবী। এদিকে, পর্নোতারকা ডেনিয়েলস ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে আগে আলোচনা করলেও খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ‘রহস্যজনক কারণে’ তা অস্বীকার করেছেন।  বিজনেস ইনসাইডার।

সর্বশেষ খবর