বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
থামছে না প্রশ্ন ফাঁস

ইন্টারনেট প্রশ্ন ফাঁস করে না, করে মানুষ

মোস্তাফা জব্বার বললেন

নিজস্ব প্রতিবেদক

‘দেশের পরীক্ষা নেওয়ার প্রাচীন পদ্ধতি ডিজিটাল যুগে অচল হয়ে যাবে। মানুষের ধারণা, ইন্টারনেট প্রশ্ন ফাঁস করে। কিন্তু ইন্টারনেট প্রশ্ন ফাঁস করে না, করে মানুষ।’ গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। মাধ্যমিক পরীক্ষায় প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে ফাঁসকারীদের ধরা কি সম্ভব— এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস কেমন করে হয় তা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। শিক্ষামন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন। আমাদের দিক থেকে যে বিষয়টি স্পষ্ট করার আছে, তা হলো প্রচলিত পদ্ধতিতে আমরা যেভাবে পরীক্ষা গ্রহণ করি তাতে অনেক মানুষ জড়িয়ে থাকে। পুরো বিষয়টি সুষ্ঠুভাবে শেষ করা যে কারও জন্যই একটি চ্যালেঞ্জ। পুরো প্রক্রিয়াটিতে নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করা সত্যিই বেশ শক্ত কাজ।’

সর্বশেষ খবর