মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খালেদার নির্বাচন নিয়ে উচ্চ আদালতের নির্দেশনায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

খালেদার নির্বাচন নিয়ে উচ্চ আদালতের নির্দেশনায় সিদ্ধান্ত

কে এম নূরুল হুদা

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে আইনি জটিলতা কাটিয়ে খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে সিইসি আশা প্রকাশ করেছেন। গতকাল দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের একথা জানান। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিইসি বলেন, খালেদা জিয়ার মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি। আমার কাছে মনে হয়, খালেদা জিয়া এখন যে অবস্থানে আছেন, এখন তো নির্বাচন করতে পারবেন না। এখন তো তিনি সাজাপ্রাপ্ত, আপিল করেননি। এরপর উচ্চ আদালতে গেলে উচ্চ আদালত যে রকম নির্দেশ দেবে, সেভাবে হবে। এসব বিষয়ে সবসময়ই উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হয়। বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না সিইসির এমন একটি পূর্ব বক্তব্যের পেক্ষাপটে তার কাছে জানতে চাওয়া হয়, উচ্চ আদালত থেকে নিষ্পত্তির পরেও যদি এমন পরিস্থিতি হয় যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন না, তখন প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য কী হবে। জবাবে কে এম নূরুল হুদা বলেন, এত দূরের কথা বলা যাবে না। এর তো অনেক সময় আছে। নির্বাচন অনেক দূরে, কী অবস্থা হয় তা বলা কঠিন। আমি আশা করি এ সমস্যার সমাধান হবে। এও আশা করি সব সমস্যা সমাধান করে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু আদালতের আদেশ আমাদের জন্য বাধ্যকর।  উচ্চ আদালত থেকে নিষ্পত্তির পরেও যদি এমন পরিস্থিতি হয় যে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না তখন কী বলবেন, এত দূরের কথা বলা যাবে না। এর তো অনেক সময় আছে। নির্বাচন অনেক দূরে, কী অবস্থা হয় তা বলা কঠিন। আমি আশা করি এ সমস্যা সমাধান হবে।

সিইসি-আরএফইডি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ : গতকাল বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সাংবিধানিক সংস্থাটির পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান, আরএফইডি সভাপতি সোমা ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরীসহ সংগঠনের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর