মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক ও শিক্ষা খাতে চলছে নৈরাজ্য

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক ও শিক্ষা খাতে চলছে নৈরাজ্য

জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ব্যাংকিং খাতের পাশাপাশি শিক্ষা খাতে নৈরাজ্য চলছে। এ কারণে জনমনে সরকার সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে। এটা নির্বাচনের বছর। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা না নেওয়া গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, পানি সংকট এসব দৈনন্দিন বিষয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব মানুষকে আলোড়িত করে। খুন, ধর্ষণ, গুমের ঘটনাবলি আতঙ্কিত করে। মানুষ বিরক্ত হয় দলবাজি, দখলবাজি, অন্তঃদলীয় কোন্দলে। এসবের প্রতিবিধানে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গতকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই সরকার সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। নির্বাচন কমিশন নির্বাচন করবে। কিন্তু বিএনপি-জামায়াত জোট তাদের পুরনো গান গেয়েই যাচ্ছে। আসলে নির্বাচন নয়, তারা নির্বাচন বানচাল করতে চায়। সে কথাই স্পষ্ট হচ্ছে প্রতিদিন। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে সুবাতাস টেকেনি। এবারের প্রশ্নপত্র ফাঁসের মহামারী কেবল পরীক্ষার্থী নয়, তাদের অভিভাবকদেরও সরকার সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দিয়েছে। ব্যাংকিং খাতে দুরবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি ব্যাংকিং খাতের নৈরাজ্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খেলাপি ঋণ বেড়েই চলেছে। সরকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন জোগাতে হচ্ছে। হজ প্রতিনিধির পেছনে ব্যয় ২৪৫ কোটি টাকা : সংসদে দেওয়া ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের তথ্য অনুযায়ী গত চার বছরে (২০১৪-১৭ পর্যন্ত) ৯৯৯ জন হজ প্রতিনিধির পেছনে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা। হজ ব্যবস্থাপনায় ওই অর্থ ব্যয় হয়। দায়িত্ব পালনের জন্য অনেকে একাধিকবার সৌদি আরব গমনের সুযোগ পেয়ে থাকেন। মতিউর রহমান আরও বলেন, সরকারি খরচে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে হজে পাঠানো হয় না। বাংলাদেশি হজযাত্রীদের সেবা দেওয়ার জন্য হজ ব্যবস্থাপনার জরুরি দায়িত্ব পালন করতে হজ প্রতিনিধি দল, হজ প্রশাসনিক দল, হজ চিকিৎসক দল, হজ কারিগরি দল এবং হজ চিকিৎসক দলের সহায়তাকারী হিসেবে ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতর, বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সৌদি আরবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর