মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নির্দেশনা না মানা দুর্নীতির অন্যতম কারণ

নিজস্ব প্রতিবেদক

নির্দেশনা না মানা দুর্নীতির অন্যতম কারণ

দুর্নীতি দমন কমিশন-(দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সচিবালয়ের নির্দেশনা না মানা দুর্নীতির অন্যতম একটি কারণ। পাশাপাশি কালক্ষেপণও দুর্নীতির অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। সরকারের সচিবালয় নির্দেশমালা ২০১৪ অনুসরণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিষয় নিষ্পত্তির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন দুদক চেয়ারম্যান। এ ছাড়া নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় নিষ্পত্তিতে ব্যর্থ  কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করার জন্য মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ ও দুদকের যৌথ উদ্যোগে সরকারি কর্ম-প্রক্রিয়ায় শুদ্ধাচার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার) এএনএম জিয়াউল আলম, দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজোয়ান হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ। দুদক চেয়ারম্যান বলেন, দেশের সরকারি কর্ম-প্রক্রিয়ায় অনেক গুণগত পরিবর্তন হয়েছে। পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতির অনেক উৎস বন্ধ করা যায়। তিনি ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগ অথবা অধীনস্থ অধিদফতরের অন্তত একজন করে দুর্নীতির কুখ্যাতি রয়েছে এমন কর্মকর্তা চিহ্নিত করে তাদের তালিকা দুদকে প্রেরণ করুন। কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। দুদক চেয়ারম্যান বলেন, এখন আর কেউ গোপনীয়তার সংস্কৃতি অনুসরণ করে না। দেশে তথ্য অধিকারসহ বিভিন্ন আইন রয়েছে। তাই প্রত্যেককেই আইন অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে জ্ঞানের জগৎও উন্মুক্ত। তাই আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে বিষয়টি মাথায় রেখে স্বচ্ছভাবে দায়িত্ব পালনে। অর্থমন্ত্রী বলেন, সব কাজ হতে হবে জনকল্যাণমূলক এবং গোষ্ঠীস্বার্থ থাকলে কোনো কাজই জনকল্যাণমূলক হবে না। এটাও আমাদের মাথায় রাখতে হবে।

সর্বশেষ খবর