শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নেদারল্যান্ডসে হচ্ছে স্থায়ী শহীদ মিনার

ঢাকা আসবেন ডাচ্ প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

নেদারল্যান্ডসের দি হেগের জাউডারপার্কে প্রথমবারের মতো শহীদ মিনার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় হেগ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ স্থায়ী শহীদ মিনার নির্মাণের অনুমোদন প্রদান করেছে, যা নেদারল্যান্ডস ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। ২০১৭ সালের অক্টোবরে হেগ পৌরসভা কর্তৃপক্ষ দি হেগের ঐতিহ্যবাহী জাউডারপার্কে একটি জমি বরাদ্দ প্রদান করে। বর্তমানে শহীদ মিনার নির্মাণের নকশা প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে নেদারল্যান্ডস ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও ছাত্রছাত্রী, দূতাবাস কর্মকর্তা, মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও অন্য অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ ও নেদারল্যান্ডস তৃতীয় এফওসি : বাংলাদেশ ও নেদারল্যান্ডস টেকসই উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে জ্ঞান ও উদ্ভাবনমূলক বৃহত্তর অংশীদারিত্ব জোরদারকরণে সম্মত হয়েছে। হেগে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় পররাষ্ট্র দফতরের পরামর্শ (এফওসি) সভায় এ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ডাচ্ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ইওকা ব্রান্ড তৃতীয় পররাষ্ট্র দফতরের পরামর্শ সভায় দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশের কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয় ও প্ল্যানিং কমিশনের প্রতিনিধি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে সভায় অংশগ্রহণ করেন। দুই পক্ষ নেদারল্যান্ডসে ২০১৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরে গৃহীত সিদ্ধান্তগুলো পর্যালোচনা এবং ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’-এর যৌথ উদ্বোধনের লক্ষ্যে ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে এ বছর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে আলোচনা করে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়নে নেদারল্যান্ডসের কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং ডাচ্ পক্ষ এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে। এ ছাড়া দুই পক্ষ বাংলাদেশের টেক্সটাইল এবং তৈরি পোশাক, ভূমি পুনরুদ্ধার, সাইবার নিরাপত্তা, নীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, গ্রিনহাউসে কৃষি চাষ, গবাদিপশু পালন, মাছ চাষ ইত্যাদি সেক্টরের উন্নয়নে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করে।

বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে ডাচ্ পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে রূপান্তরকালে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস প্রদান করে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত পররাষ্ট্র দফতরের পরামর্শ সভা রোহিঙ্গা সমস্যাও বিস্তারিত আলোচনা করে।

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন করায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানান। ডাচ্ সেক্রেটারি জেনারেল জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেদারল্যান্ডসের সভাপতিত্বকালে তাদের রোহিঙ্গা বিষয়ে সজাগ থাকার আশ্বাস প্রদান করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নেদারল্যান্ডসের নির্বাচনে বাংলাদেশের সহযোগিতার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ডাচ্ সেক্রেটারি জেনারেল জানান, নেদারল্যান্ডস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের সদস্যকালে সংঘর্ষ প্রতিরোধ, নৃশংস অপরাধের জন্য দায়দায়িত্ব নির্ধারণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কার বিষয়ে অগ্রাধিকার প্রদান করবে। এ ছাড়া ডাচ্ সরকার নৃশংস অপরাধীদের তাদের কৃতকর্মের জন্য দায় নির্ধারণের অভিপ্রায় পুনঃপ্রকাশ করে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শ কাঠামোর প্রথম সভা ২০১৫ সালের সেপ্টেম্বরে দি হেগ এবং দ্বিতীয় সভা ২০১৬ সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর