শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কাল মিছিল নয় কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামীকাল ঢাকায় কালো পতাকা মিছিল নয়, কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি। গতকাল বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঘোষিত কর্মসূচি সংশোধনের কথা জানান। তিনি বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) ঢাকায় যে সমাবেশ করার কথা ছিল তা পুলিশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। এর একটু সংশোধনী হবে। সেদিন কালো পতাকা মিছিল না হয়ে হবে কালো পতাকা প্রদর্শন। বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রী মানুষজন যে যেখানে যে অবস্থানে থাকবেন তারা কালো পতাকা প্রদর্শন করবেন— এই আহ্বান আমরা করছি।’ কেন কালো পতাকা মিছিলের পরিবর্তে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচিতে গেলেন— প্রশ্ন করা হলে রিজভী আহমেদ বলেন, ‘আমরা মনে করি কালো পতাকা প্রদর্শন কর্মসূচির ব্যাপকতা অনেক বেশি। এতে সাধারণ মানুষও অংশ নিতে পারবেন। ঘরে, দোকানে বিভিন্ন জায়গায় মানুষজন কালো পতাকা উত্তোলন করতে পারবেন।’ তিনি বলেন, ‘সরকার যে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে— এই অন্যায়ের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।’ সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি ২২ ফেব্রুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। পুলিশ তা না দেওয়ায় এর প্রতিবাদে বুধবার এক সংবাদ সম্মেলনে রিজভী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির বাইরে মহান ভাষা দিবস উপলক্ষে আজ ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর