শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষা প্রশাসনের ২৩ কর্মকর্তা ঢাকার বাইরে বদলি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ক্যাডারের ৩৮ কর্মকর্তাকে গতকাল বদলি করা হয়েছে। এদের মধ্যে রাজধানী ঢাকা থেকে বাইরে পাঠানো হয়েছে মোট ২৩ জন কর্মকর্তাকে। এরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) ও ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন। বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিবও (এপিএস) রয়েছেন। গতকাল সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এই কর্মকর্তারা প্রভাব খাটিয়ে শিক্ষা প্রশাসনে প্রেষণে পদ আঁকড়ে ধরে ছিলেন বলে জানা গেছে। অনেকের বিরুদ্ধে ছিল দুর্নীতির নানা অভিযোগ। সব মিলে এ কর্মকর্তাদের নিয়ে শিক্ষা প্রশাসনে ছিল নানা সমালোচনা। তাই প্রশ্ন ফাঁস বন্ধ করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নানা তৎপরতার মধ্যেও এই আদেশ দেওয়া হলো। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশ থেকে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীনকে যশোরের সরকারি এমএম কলেজে বদলি করা হয়েছে। তিনি ২০০৯ সাল থেকে প্রেষণে বোর্ডে কর্মরত ছিলেন। এর আগে তিনি মাউশির উপ-পরিচালক (কলেজ) পদে ছিলেন। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ টি এম মঈনুল হোসেনকে খুলনা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। তিনি ২০১৩ সাল থেকে বোর্ডে কর্মরত ছিলেন। এর আগে তিনি মাউশির উপ-পরিচালক (কলেজ-১) পদে ছিলেন। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়কে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে পাঠানো হয়েছে। তিনি ২০১৩ সাল থেকে বোর্ডের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি মাউশির উপ-পরিচালক (কলেজ-১) পদে ছিলেন। বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মন্মথ রঞ্জন বাড়ৈকে রাজশাহী কলেজে বদলি করা হয়েছে। এর আগে তিনি শিক্ষামন্ত্রীর এপিএস ছিলেন। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ে নানা কারণে সমালোচিত ছিলেন তিনি। শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদা বেগমকে পাঠানো হয়েছে বরিশালের সরকারি বিএম কলেজে। গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমকে রাজবাড়ী সরকারি কলেজে বদলি করা হয়েছে। ডিআইএর সহকারী শিক্ষা পরিদর্শক মো. কাওসার হোসেনকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বদলি করা হয়েছে। মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং) মো. সেলিম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ফজলে এলাহী, উপ-পরিচালক (কলেজ-২) মো. মেসবাহ উদ্দিন সরকার, উপ-পরিচালক এস এম কামাল উদ্দিনকে বদলি করে ঢাকার বাইরে পাঠানো হয়েছে। মাউশির উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী পরিচালক (কলেজ-৪) জাকির হোসেন, উপ-পরিচালক (প্রশিক্ষণ) খ ম রাশেদুল হাসান এবং সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেনকেও বদলি করেছে সরকার। এ ছাড়া রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক সেলিনা আলমকে সরকারি বাঙলা কলেজে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর