শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইন্টারনেটে ভ্যাট কমানোর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটে ভ্যাট কমানোর আশ্বাস

আগামী বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ইন্টারনেট ব্যবহারের ব্যাপ্তি বাড়ছে। বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশে আইসিটি নিয়ে কাজ করার বিশেষ কোনো শহর নেই। যেখানে বসে যুবকরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এ ধরনের একটি শহর তৈরি করা যায় কি না তা বিবেচনা করা  দরকার। এ জন্য আগামী বাজেটে এ খাতে ভ্যাট কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত চার দিনব্যাপী বেসিস সফট এক্সপো-২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের অন্যতম দাবি বিভিন্ন ধরনের কর থেকে অব্যাহতি চাওয়া। জনগণ এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সরকার রাজস্ব আদায় করে আর সেই অর্থই দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। রাজস্ব আদায় না হলে দেশের উন্নয়ন হবে কী দিয়ে।

সর্বশেষ খবর