শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফাইনালের লক্ষ্যে টাইগাররা

যোগ দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনাল! নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে গেছে এখন অঘোষিত সেমিফাইনাল। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। লঙ্কানদের বিরুদ্ধে আগের ম্যাচে ইতিহাস সৃষ্টি করে জিতেছে বাংলাদেশ।তাই আজকের ম্যাচেও টাইগাররা জয়ের ব্যাপারে বেশ উজ্জীবিত। তা ছাড়া সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেওয়ায় বাংলাদেশের শক্তিমত্তা বেড়ে গেছে। অন্যদিকে এ ম্যাচেও খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আজও দর্শক হয়ে থাকতে হবে তাকে। তবে সাকিব যেহেতু দলের সঙ্গে যোগ দিয়েছেন তাই আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলাও অনেকটা নিশ্চিত! সেক্ষেত্রে দল থেকে বাদ পড়বে কে? সাকিবের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। হিসাব অনুযায়ী লিটনেরই বাদ পড়ার কথা। কিন্তু আগের ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে ১৯ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলার পর জায়গা অনেকটা পাকা করে নিয়েছেন। তা ছাড়া ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেও খেলেছেন ৩৪ রানের একটি ইনিংস। সৌম্য সরকার এবং সাব্বির রহমান ফ্লপ হলেও লঙ্কানদের বিরুদ্ধে তাদের বাদ দেওয়ার আশঙ্কা নেই। কেন না শুরুতে সৌম্য এবং মিডল অর্ডারে সাব্বিরের ব্যাটিং দলের জন্য খুবই প্রয়োজন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ের জন্য তাকে দলেও নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো উইকেট পাননি তিনি। তাই সাকিবকে দলে জায়গা করে দিতে বাদ পড়তে পারে মিরাজই। তবে কে দলে থাকছে আর কে বাদ পড়ছে সেটা বড় বিষয় নয়, দলের জয়টাই বড় কথা। তবে সাকিব একাদশে থাকলে শক্তিমত্তা এবং মানসিকভাবে লঙ্কানদের চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে বাংলাদেশই।

সর্বশেষ খবর