শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

২৪-এ দেশ হবে দারিদ্র্যমুক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৪-এ দেশ হবে দারিদ্র্যমুক্ত

২০৩০ সালে নয়, ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ আগামী ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্যমুক্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ লক্ষ্যে পৌঁছাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলা করতে পারলে দারিদ্র্যমুক্ত দেশ উপহার দিতে পারব। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত তিন বছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি আমরা। এই বছরের মধ্যে তা সাড়ে ৭ শতাংশে পৌঁছাতে পারে। তবে এই প্রবৃদ্ধি দিয়ে দরিদ্রতা দূর করা সম্ভব নয়। দরিদ্রতা দূর করতে হলে অবশ্যই ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। যদিও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বছর হিসেবে ২০৩০ নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশ ২০২৪ সালের মধ্যেই দরিদ্রতা দূর করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে পারবে। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, অতিরিক্ত অর্থায়ন ও প্রবৃদ্ধি অনেক সময় প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন করতে পারে। তাই আমাদের সবুজ অর্থায়ন ও প্রবৃদ্ধির ওপর জোর দিতে হবে।’

সর্বশেষ খবর