শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ঢাকায় ফিরলেন আহত আরও কয়েকজন

আমার মেয়েকে এনে দিন

নেপালে বিমান ট্র্যাজেডি

নিজস্ব প্রতিবেদক

আমার মেয়েকে এনে দিন

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামালের কাছেও স্বামী ফারুক হোসেন প্রিয়ক ও দুই বছরের মেয়ে প্রিয়ংময়ীর খোঁজ করেছেন বিমান বিধ্বস্তে নেপাল থেকে আহতাবস্থায় ফিরে আসা আলমুন নাহার অ্যানি (২২)। কাঠমান্ডু থেকে গতকাল ঢাকায় ফিরে আসা আহত তিনজনের একজন অ্যানি। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিআইপি-৩ কেবিনে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। অ্যানি মন্ত্রীর কাছে স্বামী-সন্তানের বিষয়ে জানতে চান। সেখানে উপস্থিত সবাই জানান, তার স্বামী-মেয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। উত্তরে অ্যানি চিকিৎসকদের বললেন, ‘মেয়েটা আমার অনেক ছোট, ওর কাছে আমার থাকা দরকার। না হলে ওকে আমার কাছে এনে দিন।’

সোমবার নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন ফারুক হোসেন প্রিয়ক ও তার মেয়ে প্রিয়ংময়ী। এই মৃত্যুসংবাদ পরিবারের সবাই জানলেও শুধুই জানেন না অ্যানি। তিনি দেশে ফিরে আসার আগেও কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় স্বামী-মেয়ের খোঁজে বার বার মূর্ছা গেছেন। কাল আরও তিনজনকে দেশে আনা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর