শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিলকিস-পিয়াসের বিষয়ে কেউ এখনো যোগাযোগ করেনি

কূটনৈতিক প্রতিবেদক, কাঠমান্ডু (নেপাল) থেকে

নেপালে বিমান দুর্ঘটনায় মারা যাওয়া বিলকিস আরা এবং পিয়াস রায়ের বিষয়ে এখনো কেউ যোগাযোগ করেনি। দুজনের বিষয়ে কেউ কিছু জানলে ০১৭৭৭৭৭৭৭৬৬ হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। গত সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে একজন এই বিলকিস এবং আরেকজন পিয়াস রায়। বিলকিসের পাসপোর্ট নম্বর বিসি০০৪৯০৩০। বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ রাখা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি  টিচিং হাসপাতালে। সেখানকার ডাক্তাররা এখন মরদেহগুলোর পোস্টমর্টেম করছেন। দূতাবাস জানিয়েছে, ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া দুজনের কোনো স্বজন নেপালে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি। হতভাগ্য এই দুই যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এই দুই যাত্রীর ছবি সংগ্রহ করেছে দূতাবাস। নেপালে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি আল আলিমুল ইমাম নিহত বিলকিস আরা ও পিয়াস রায়ের স্বজনদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর