শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা
কোটা সংস্কার দাবি

৭০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে শাহবাগ থানার এসআই মির্জা মো. বদরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহেব আলী জানান, পুলিশের ওপর আক্রমণ, পুলিশি কাজে বাধা এবং রাস্তায় ২ লাখ টাকার গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ঘটনায় কোনো গ্রেফতার নেই। এর আগে বুধবার রাজধানীর হাই কোর্ট মোড়ে কোটা সংস্কার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় কমপক্ষে অর্ধশত আন্দোলনকারীকে আটক করে এবং পরে মুক্তি দেয় পুলিশ। পাঁচ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ১৩ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ১৪ মার্চ সকালে সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে আগামীকাল রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচির ঘোষণা অনুযায়ী, রবিবার সকাল ১০টায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর