শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইতিহাসের মহানায়কের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

ইতিহাসের মহানায়কের জন্মদিন আজ

আজ ১৭ মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদূত বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তার পিতা শেখ লুত্ফর রহমান। মাতা সায়রা খাতুন। বঙ্গবন্ধুর ঘরোয়া নাম ছিল ‘খোকা’। নিভৃত গ্রাম টুঙ্গিপাড়ায় সেই খোকা কালক্রমে নিজের অসীম সাহস, প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব, সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগ স্বীকারের মাধ্যমে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। জাতির পিতার জন্মদিনটি প্রতি বছরের মতো আজ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ সরকারি ছুটি। রাষ্ট্রীয় মর্যাদায় জাতির পিতার ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে দেশের প্রকৃত ইতিহাস এবং জাতির পিতার সংগ্রামী জীবন সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়ার আহ্বান জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসভবনে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ শাহাদাতবরণ করেন। বঙ্গবন্ধু মুজিবের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে তার স্থপতিকে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও প্রতিবারের মতো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে জাতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এ সময় গার্ড অব অনার প্রদান করা হবে। এর আগে সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৭টায় প্রধানমন্ত্রী রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া ও রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন সভানেত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর