শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রক্তের ঋণ শোধ হওয়ার নয়

নিজস্ব প্রতিবেদক

রক্তের ঋণ শোধ হওয়ার নয়

পৃথিবীতে রক্তের চেয়ে দামি কিছু নেই। রক্ত এবং জীবন এক ও অভিন্ন। রক্তদানের চেতনা সর্বজনীন। এ চেতনা অসাম্প্রদায়িক। রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাই রক্তদাতাদের এ মূল্যবোধকে আরও সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রক্তদাতাদের সম্মাননা বিষয়ে তিনি বলেন, রক্তদাতাদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশনের এ সম্মাননা, এ স্বীকৃতি আসলে শুধু রক্তদাতাদেরই অনুপ্রেরণা দিচ্ছে না, এর মাধ্যমে অন্যরাও এমন ভালো কাজে উৎসাহিত হবে। অনুষ্ঠানে কমপক্ষে ১০ ও ২৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন— এমন ২৩২ জন স্বেচ্ছায় রক্তদাতাকে আইডি কার্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জহির উদ্দিন আহমাদ। তিনি রক্তদাতাদের এ মহতী কাজের প্রশংসা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর