শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে আন্দোলন ভাঙচুর গুলি পুলিশসহ আহত ৩০

সাভার প্রতিনিধি

নির্ধারিত তারিখে বেতন না দেওয়ায় সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার পুলিশসহ ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে। আশুলিয়ার গৌরীপুরে ইউনাইটেড ট্রাউজার গার্মেন্টে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন জানান, আর্থিক সংকটের কারণে বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না। এমন অবস্থায় শ্রমিকরা কারখানায় ভাঙচুর শুরু করেন। এ  সময় আগামী রবিবার বকেয়া পরিশোধ করা হবে জানালে তারা আমাদের ওপর হামলা চালান। আশুলিয়া শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা কারখানার ভিতরে ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা যখন আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 শ্রমিকদের দাবি, দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করছে না। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে সব শ্রমিক একত্র হয়ে বকেয়ার দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। পরে তারা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। রাতে জিএম ও পিএমকে অবরুদ্ধ করে রেখে কারখানায় ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ খবর