শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা
অবশেষে মিয়ানমারের স্বীকারোক্তি

বাংলাদেশে গেছে পাঁচ লাখ ৩৫ হাজার রোহিঙ্গা

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্য সরকারের সচিব টিন মং সোয়ে জানিয়েছেন, গত বছরের ২৫ আগস্টের পর থেকে প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার মুসলমান মংডু ছেড়ে পালিয়ে গেছে। দেশটির সরকারের পক্ষ থেকে এই প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক রোহিঙ্গা মুসলমান পালিয়ে যাওয়ার কথা স্বীকার করা হলো। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাখাইন রাজ্য সরকারের সচিব। খবর বিবিসির। ইয়াঙ্গুনে বিবিসি বার্মিজ বিভাগের সংবাদদাতা স ইয়েন নাইংকে উদ্ধৃত করে বিবিসি বাংলা জানায়, ‘রাখাইন রাজ্য সরকারের সচিব বলেছেন,  পাঁচ লাখেরও বেশি মুসলিম রিফিউজি বাংলাদেশে পালিয়ে গেছে। গত বছরের আগস্ট মাসের শেষ দিকে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) আক্রমণের পর তারা পালিয়ে যায়। কিন্তু কীভাবে এই তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি বিস্তারিত কিছু জানানো হয়নি।

রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক আদালতে বিচারই একমাত্র পথ : যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারই একমাত্র পথ। গতকাল হাউস অব কমন্সে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন তুলে ধরতে গিয়ে ফিল্ড এ মন্তব্য করেন।

সর্বশেষ খবর