বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মনিটরিং সেল প্রয়োজন

—সালমা আলী

মনিটরিং সেল প্রয়োজন

সালমা আলী

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান নির্বাহী অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, জবাবদিহিতা না থাকায় সমাজে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। দেখা যায়, ধর্ষণ মামলার তদন্ত চলাকালে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ায় ভিকটিম দ্বিতীয়বার ধর্ষণের শিকার হয়। এই ভয়ে মামলা থেকেই ভিকটিম নিজেকে গুটিয়ে নেয়। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই মামলা চালানোর বিষয়ে ভিকটিম আগ্রহী হয় না। তিনি বলেন, বিকৃত মানসিকতার ব্যক্তিরাই এই ঘৃণ্য অপরাধগুলো ঘটাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি একে আরও উসকে দিচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট সালমা আলী বলেন, বিচারব্যবস্থার গতি ছাড়া ধর্ষণ মামলার বিষয়ে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি সম্ভব নয়। নারী ও শিশু নির্যাতন মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও আন্তরিক হতে হবে। অতি দ্রুত নারী নেত্রী, মানবাধিকার কর্মী ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের সদস্যদের নিয়ে স্পর্শকাতর মামলাগুলোর তদন্তে মনিটরিং সেল গঠন করতে হবে। তিনি বলেন, গুলশান কমিউনিটি ক্লাব, বারিধারা সোসাইটির মতো ক্লাব বা সামাজিক সংগঠনগুলো এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে। এ ক্ষেত্রে এলাকার সামাজিক উন্নয়নের পাশাপাশি ইভ টিজিংসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ক্লাব বা সামাজিক সংগঠনের সদস্যদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় সেক্স এডুকেশন অন্তর্ভুক্ত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর