বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কারণ বিচারের দীর্ঘসূত্রতা

—এলিনা খান

কারণ বিচারের দীর্ঘসূত্রতা

এলিনা খান

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে অধিকাংশ ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রমে কোনো গতি নেই। এটি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ। পর্যবেক্ষণে দেখা গেছে, আলোচিত মামলা ছাড়া বেশির ভাগ ধর্ষণ মামলাই দুর্বল থাকে। সেখানে অপরাধীর অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ধর্ষণ মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সময় ক্ষেপণ করেন। সম্প্রতি বিউটি ধর্ষণ ও হত্যাকাণ্ডেও এ ঘটনা ঘটেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এলিনা খান আরও বলেন, প্রভাবশালী অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রে প্রভাব খাটিয়ে বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী ভুক্তভোগী মেয়েকেই দোষারোপ করা হয়। আবার গ্রামশালিসে মধ্যস্বত্বভোগীরা টাকা নিয়ে অপরাধীর সঙ্গে ভুক্তভোগীকে আপস করার চাপ দেয়। এসব বিষয়ে স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় এবং উচ্চ আদালত যদি ছয় মাস টানা মনিটরিং করে তাহলে সব মামলাই গতি ফিরে পাবে। তিনি বলেন, ধর্ষণ ঘটনাগুলোর প্রতিবাদ করার কথা থাকলেও তেমন জোরালো প্রতিবাদ হচ্ছে না। নারী নেতৃত্বের প্রতিবাদী হওয়ার কথা থাকলেও তাদের কার্যকর প্রতিরোধ দেখা যাচ্ছে না। ফলে ধর্ষণ নামের সামাজিক অবক্ষয় থেকে নারীর মুক্তি মিলছে না।

সর্বশেষ খবর