বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ওরা রোগে আক্রান্ত

—ডা. হেদায়েতুল ইসলাম

ওরা রোগে আক্রান্ত

ডা. হেদায়েতুল ইসলাম

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম বলেছেন, পারসোনালিটি ডিজঅর্ডার থেকেই এ ধরনের মানুষ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করে। সমাজে তারা সঠিকভাবে কারও সঙ্গে মিশতে না পারায় একাকিত্বে ভোগে। সুস্থভাবে নিজের মনের বহিঃপ্রকাশ করতে না পেরে তারা বিচ্ছিন্নভাবে থাকে। ফলে এ ধরনের কিছু মানুষ দুর্বলের ওপর আঘাত করে। বিশেষ করে মেয়েরা পাল্টা আঘাত না করায় তাদের ওপরই বেশি আক্রমণ হয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। হেদায়েতুল ইসলাম আরও বলেন, ধর্ষকের মনোভাবকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পারসোনাল সাইকোপ্যাথি টেনডেন্সি বলা হয়। তাই তাদের মধ্যে কোনো ধরনের সামাজিক দায়িত্ববোধ তৈরি হয় না। আসলে তারা অসুস্থ। তাদের যৌনপ্রবৃত্তির বহিঃপ্রকাশ অত্যন্ত অস্বাভাবিক ও অসামাজিকভাবে হয়। তাই শিশুদের ওপর নিজেদের যৌনপ্রবৃত্তির বহিঃপ্রকাশ করতেও দ্বিধাবোধ করে না। বাদ যায় না প্রতিবন্ধীরাও। শুধু কিশোর বা তরুণ নয়, পূর্ণবয়স্ক ব্যক্তিরাও এ ধরনের রোগে আক্রান্ত।

সর্বশেষ খবর