বুধবার, ৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না

নিজস্ব প্রতিবেদক

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তবে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। সেই মুখোশ রাখতে হবে হাতে। দেশের যেকোনো প্রান্তে নববর্ষের আয়োজন শেষ করতে হবে বিকাল ৫টার মধ্যে। এছাড়া নববর্ষের অনুষ্ঠানে ইভ টিজিং প্রতিরোধে র‌্যাব-পুলিশের বিশেষ দল কাজ করবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে শুধুমাত্র রাজধানীর রবীন্দ্র সরোবরে আয়োজিত অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। তবে সেখানে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আর মঙ্গল শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো যাবে না। হাত ব্যাগ, কাঁধের ব্যাগ, প্যাকেট, ধাতব জিনিস, লাইটার বহন করা যাবে না।

সর্বশেষ খবর