শিরোনাম
শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাই বিএনপি এখন নিদারুণ হতাশ। তিনি গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক  একটি মহল কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী ঘোষণা দিয়েছেন। তার ঘোষণায় কোটা আন্দোলন নিয়ে লন্ডনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। কোটার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান ব্যবস্থাকে বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এজন্য কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করবে বলেও জানান তিনি। মতবিনিময়ের আগে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা বাণিজ্যিক এলাকায় ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন তিনি। চলতি বছরের শেষে কাজ সম্পন্ন হলে আর কোনো যানজট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এ ব্যাপারে তিনি চালকদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূইয়া ও স্থানীয় দলীয় নেতারা।

সর্বশেষ খবর