মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রাজস্ব আয়ের টার্গেট ৩০ হাজার কোটি টাকা কমবে

—— চেয়ারম্যান, এনবিআর

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আয়ের টার্গেট ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে কমবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে। যেটা ঠিক করা হবে সেটা এনবিআর আদায় করতে পারবে।  গতকাল রাজধানীর সেগুনবাগিচার সরকারি ১২ তলা ভবনে আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিট-এলটিইউ আয়োজিত বৈশাখী উৎসব ও হালখাতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই তথ্য দেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কালিপদ হালদার, ড. মাহবুবুর রহমান আজাদ, এলটিইউ কর কমিশনার অপূর্ব কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় বাড়াতে করজাল বাড়ানোর প্রক্রিয়া চলছে। উেস কর মনিটরিং করা হচ্ছে। যেসব করদাতা তাদের রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়েছেন তাদের সে অর্থ সমন্বয়, ফেরত বা রিফান্ড করবে এনবিআর।

রাজস্ব হালখাতায় আদায় : অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এবার রাজস্ব হালখাতায় দুই দিনে প্রায় এক হাজার কোটি টাকা আদায় হয়েছে। এর মধ্যে আয়কর থেকে এসেছে ৪০৩ কোটি ১৬ লাখ, ভ্যাট থেকে প্রায় ৩০০ কোটি এবং শুল্ক খাত থেকে প্রায় ২৫০ কোটি টাকা। এই হালখাতার উদ্দেশ্য ছিল করদাতাদের উৎসাহিত করা। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। একজন শ্রেষ্ঠ করদাতা ব্যবসায়ী কাউছ মিয়া ১৮ কোটি টাকার একটি চেক জমা দিয়েছেন। আরও অনেকে দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর