মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

খালেদার জামিন প্রশ্নে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা করা হবে আজ। এ বিষয়ে করা দুটি আপিল রায়ের জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় তিন নম্বর ক্রমিকে রাখা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবে। এর আগে ৮ ও ৯ মে দীর্ঘ শুনানি শেষে রায়ের দিন ধার্য করে আপিল বিভাগ। সে অনুযায়ী মামলাটি কার্যতালিকায় এলো। এদিকে এ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া তিন মাসের বেশি সময় কারাগারে। বিএনপি চেয়ারপারসনের জামিনের বিষয়ে রায় ঘোষণার কারণে আজ সবার নজর থাকবে সুপ্রিম কোর্টে। আপিল বিভাগে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানিতে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে দুই দিন হৈচৈ ও হট্টগোলের সৃষ্টি হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। শুনানির পর ১৯ মার্চ আপিল বিভাগ খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিনের আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করে। ১২ মার্চ খালেদা জিয়ার আবেদনের শুনানি করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট। দুদকের করা এ মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়। সেই থেকে তিনি কারাগারে। এ মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

কারাগারে স্বজনদের সাক্ষাৎ : দশ দিন পর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। গতকাল বিকাল ৪টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টা বেগম জিয়ার সঙ্গে কথা বলেন। পরিবারের ছয় সদস্যের মধ্যে ছিলেন— খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম, ভাগ্নে ডা. মো. মামুন এবং তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের বাম হাত ও বাম পা অবশ প্রায়। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। তার উন্নত চিকিত্সা জরুরি।  এ জন্য তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে নিজের সুবিধা মতো হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করতে হবে। অন্যথায় কোনো কিছু ঘটলে দায় সরকারকেই নিতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও ব্যক্তিগত চিকিত্সকরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৪ মে খালেদার সঙ্গে দেখা করে আসেন তার স্বজনরা। দুর্নীতির এক মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। তারপর থেকে পুরনো কারাগারেই বন্দী রয়েছেন তিনি। তাকে মুক্ত করতে আন্দোলন কর্মসূচির পাশাপাশি আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি।

 

 

সর্বশেষ খবর