মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি আট শতাংশ

পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি আট শতাংশ

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘পরবর্তী ২০১৯-২০ অর্থবছরে জিডিপির (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ৮ শতাংশ হবে। আমরা রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প নিই না।’ তিনি বলেন, দেশে বিদ্যুতের সমস্যা কেটেছে। দেশে আসছে এলএনজি। ফলে দেশে শিল্প-কারখানায় আর কোনো সমস্যা হবে না। গতকাল শেরেবাংলানগরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। প্রবৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘পরবর্তী বাজেটে জিডিপির প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৮০ শতাংশ। তবে আশা করছি এটা ৮ শতাংশ হবে। কারণ আমরা প্রাক্কলনের থেকেও বেশি প্রবৃদ্ধি অর্জন করছি। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ, যেখানে চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। আমরা প্রতিনিয়তই প্রবৃদ্ধিতে ভালো করছি। সেই ধারাবাহিকতায় বলতে পারি, সামনে প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে।’তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘বৃষ্টির আগে রাস্তাঘাট যেমন ছিল তেমন দেখতে চাই।’ তাই দ্রুত দেশের রাস্তাঘাট সংস্কার হবে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী। দেশের সড়ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি দেখেছি গ্রামের সড়কের অবস্থা অনেক ভালো। তবে শহরের সড়ক আরও উন্নত করতে হবে। আমাদের আগে তো সড়কই ছিল না, এখন হয়েছে। আমরা এখন থেকে কংক্রিটের সড়ক নির্মাণ করব। আর বিটুমিন নয়। বিটুমিনের সড়ক পানির শত্রু। একটু বৃষ্টি হলেই নষ্ট হয়ে যায়। বিটুমিনের সড়ক মানেই সরকারি টাকার অপচয়। বিটুমিনের সড়ক এক বছরেই   নষ্ট হয়ে যায়, তাই আমরা টেকসই    কংক্রিটের সড়কে যাব।’

মুস্তফা কামাল বলেন, ‘করপোরেট ট্যাক্স কমিয়ে আনতে পারলে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়বে। ফলে প্রবৃদ্ধিও বাড়বে। আমরা এফডিআইতে (সরাসরি বৈদেশিক বিনিয়োগ) আরও নজর দেব। কারণ আমাদের দেশে ব্যবসা করা সহজ। ঢাকায় কম টাকায় অফিসও ভাড়া পাওয়া যায়। এখনো ৩৫ বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা পাইপলাইনে আছে। এগুলো খরচ করার সক্ষমতা বাড়াতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আশা করছি চলতি অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন ভালো হবে। এ ছাড়া মধ্যম আয়ের দেশ বলতে আসলে কিছু নেই। এ ধারণা ভুল ছিল। দরিদ্রতম থেকে স্বল্প আয়, এর পরই উন্নয়নশীল দেশ। এখন আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আমরা আর মধ্যম আয়ের দেশে   নেই। এটা এখন থেকেই বাদ দিলাম।’

সর্বশেষ খবর