শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

সময় এসেছে রুখে দাঁড়াবার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠায় সরকার গণতন্ত্রের বিপক্ষে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে গণতন্ত্রের মোড়ক নিয়ে একেবারে ভয়াবহভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। আওয়ামী লীগ পুরোপুরিভাবে গণতন্ত্রের বিপক্ষে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শুধু তাদের     একদলীয় শাসনব্যবস্থায় এক ব্যক্তির শাসনকে পাকাপোক্ত করার জন্য। এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর, সময় এসেছে প্রতিবাদ-প্রতিরোধ করার। আজকে প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব হচ্ছে এই ভয়াবহ পরিণতি  থেকে দেশ ও জাতিকে রক্ষা করার।’

গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মেহেরপুর সভাপতি মাসুদ অরুণের লেখা গানের সিডি ‘রণধ্বনি’ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর জেলা বিএনপি। সাবেক এমপি মাসুদ অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু বক্তব্য দেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে-এটা নজিরবিহীন। আমরা বুঝতে পারি না- এখনো আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানের প্রতি আস্থা আছে কীভাবে? হাই কোর্ট জামিন দিয়েছে, সর্বোচ্চ আদালত থেকে এটাকে স্থগিত করে রেখে কৌশলের অবলম্বন নিয়ে এই ছুটির পর দেওয়া হবে, ছুটির পর দেওয়া হবে করে মাসের পর মাস বেগম জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। আমি জানি না এ কথা বললে আদালত অবমাননা হবে কিনা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে শুধু মানুষের ভোটের অধিকার নয়, কথা বলার স্বাধীনতা নয়, জনগণের নাগরিক অধিকারও ধ্বংস করে  ফেলা হয়েছে। আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আসুন পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে সেই দোয়া চাই, তিনি যেন আমাদের সেই শক্তি দেন, যে শক্তি দিয়ে এই ভয়াবহ স্বৈরাচার দানবকে প্রতিরোধ করার লক্ষ্যে আমরা জেগে উঠতে পারি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।’  

সর্বশেষ খবর