শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা
অন্য চোখে দেখা

করপোরেট কর উল্টো সিগন্যাল দেবে

---- মুস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

করপোরেট কর উল্টো সিগন্যাল দেবে

প্রস্তাবিত বাজেটে করপোরেট কর কমানো হয়েছে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতে। লিস্টেট কোম্পানির ক্ষেত্রেও করপোরেট কর কমানো হয়েছে। এর সুবিধা দেশ বা দেশের মানুষ পাবে না। বরং আর্থিক খাতে এই সুবিধা উল্টো সিগন্যাল দেবে বলে মনে করেন সিপিডি সম্মানীত ফেলো ড. মুস্তাফিজুর রহমান। গতকাল তিনি সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যে একথা বলেন।

মুস্তাফিজুর রহমান বলেন, বিশাল আকারের বাজেটে উচ্চবিত্তদের সুবিধা বেশি দেওয়া হয়েছে। নিম্নবিত্ত বিশেষ করে মধ্যবিত্তদের জন্য এই বাজেট অনেক বেশি চাপ সৃষ্টি করবে। আমাদের দেশে পরোক্ষ করের, যে প্রক্রিয়া সেটা পুরোটাই নিম্নবিত্ত, মধ্যবিত্তদের ওপর পড়ে। ফলে তারা কোনো সুবিধা পাচ্ছে না। তিনি আরও বলেন, করপোরেট কর কমানোতে ব্যাংকের সুদের হারও কমবে বিনিয়োগ বাড়বে না। ফলে এই সুবিধা দিয়ে প্রবৃদ্ধিতে কোনো ভূমিকা নেই। এ ছাড়া বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হচ্ছে অনিয়ম, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা। এগুলো বন্ধ করতে হবে। তার জন্য কোনো দিকনির্দেশনা আমরা দেখতে পাইনি। মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ও সংখ্যা বাড়ানো। এটা ইতিবাচক প্রভাব ফেলবে। বাজেটে জনতুষ্টির জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা বাড়ানো হয়েছে। এবারের বাজেটে অনেক ছোট ছোট প্রকল্প আছে যেগুলোকে জনতুষ্টিমূলক বলা যেতে পারে। করমুক্ত আয়সীমা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় হিসাব করে বিবেচনা করা দরকার।

সর্বশেষ খবর