শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

মোদির স্ত্রী দুঃখ পেলেন রাজ্যপালের মন্তব্যে

নয়াদিল্লি প্রতিনিধি

মোদির স্ত্রী দুঃখ পেলেন রাজ্যপালের মন্তব্যে

বিয়ে নিয়ে প্রশ্ন তোলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন আপত্তি তুললেন।

গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল সম্প্রতি এক সভায় বলে বসেন, ‘সবাই জানেন, প্রধানমন্ত্রী মোদি বিবাহিত নন।’ এই কথা জানার পর যশোদা প্রকাশ্যেই বিবৃতি প্রকাশ করে বলেন, ‘আমি আনন্দিবেনের মন্তব্যে গভীরভাবে আহত। আমাদের বিয়ে নিয়ে রাজ্যপাল প্রকাশ্যে মন্তব্য করছেন এটা অত্যন্ত দুঃখের। নরেন্দ্র তো নিজেই ২০১৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে ঘোষণা করেছিলেন তিনি বিবাহিত।’ ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকায় যশোদার এই বিবৃতি গতকাল প্রকাশিত হয়। যশোদাবেন এও বলেন, ‘উনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ফর্মে স্ত্রীর স্থানে আমার নামই লিখেছিলেন।’ যশোদাবেনের ভাই এক বিবৃতি দিয়ে বলেন, ‘রাজ্যপাল অসত্য বলার পর আমার বোন বাধ্য হয়েছে বিবৃতি দিতে।’      

যশোদাবেনের সঙ্গে যুবা বয়সে নরেন্দ্র মোদির বিয়ে হয়। তবে মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আরএসএসে যোগ দেওয়ার পর সেই সম্পর্ক আর ছিল না। কিন্তু যশোদাবেন এখনো নিজেকে মোদির স্ত্রী বলেই দাবি করে থাকেন। এর কয়েকদিন আগে তিনি মোদিকে ভগবান রামের সঙ্গেও তুলনা করেছিলেন। রাম তার স্ত্রী সীতাকে চৌদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলেন।

সর্বশেষ খবর