শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মমতার সম্পদ মাত্র ৩০ লাখ রুপি

কলকাতা প্রতিনিধি

মমতার সম্পদ মাত্র ৩০ লাখ রুপি

বর্তমানে ভারতের সবচেয়ে কম সম্পদশালী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। তার সম্পদের পরিমাণ মাত্র ৩০ লাখ রুপি। এর আগে ৩১টি রাজ্যের সবচেয়ে কম সম্পদশালী মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার বামদলীয় নেতা মানিক সরকার।। তাঁর সম্পদের পরিমাণ ছিল ২২ লাখ রুপি। গতকাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রকাশ করা এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়েছে, এত দিন কম সম্পদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু তিনি প্রথম স্থানে চলে এসেছেন। কারণ দীর্ঘ ২০ বছর একটানা মুখ্যমন্ত্রী পদে থাকার পর গত মার্চে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হন ত্রিপুরার মানিক সরকার। এ বছরের ৯ মার্চ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব দেব ক্ষমতায় আসেন। এতে ভারতের সবচেয়ে কম সম্পদশালী মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষে চলে আসতে পেরেছেন মমতা। এডিআরের নতুন তালিকার দ্বিতীয় স্থানে আছেন জম্মু ও কাশ্মীরের পিডিপিদলীয় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর সম্পদের পরিমাণ ৫৫ লাখ রুপি। যদিও কাশ্মীরের পিডিপির এই মুখ্যমন্ত্রী বিজেপির সমর্থন নিয়ে রাজ্য সরকার গড়েছিলেন ২০১৬ সালের ৪ এপ্রিল। এ বছরের ১৯ জুন তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। অন্যদিকে ভারতের ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডু। তিনি তেলেগু দেশম পার্টির নেতা। তাঁর সম্পদের পরিমাণ ১৭৭ কোটি রুপি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর নাম। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২৯ কোটি রুপির বেশি। তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন পাঞ্জাবের অমরিন্দর সিং। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৮ কোটি রুপির উপরে।

সর্বশেষ খবর