শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফের চলন্ত বাসে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের কাছে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় যাওয়ার সময় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ। এ ঘটনায় ওই বাসের হেলপার নাজমুলকে (২২) গ্রেফতার করা হয়েছে। সুপারভাইজার বিষু ও ড্রাইভার আলম পালিয়ে গেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাতে যাত্রী কম থাকায় একপর্যায়ে কিশোরী যাত্রী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যস্থলে নেমে যায়। এ সুযোগে কিশোরী একা থাকায় ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ শব্দ শুনতে পেয়ে বাসটিকে তাড়া করে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে হাতে নাতে হেলপারকে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখে। কিশোরী তার নাম আর কুষ্টিয়াতে তার বাড়ি ছাড়া আর কিছুই বলতে না পারায় সে বুদ্ধিপ্রতিবন্ধী হতে পারে বলে ধারণা করছে পুলিশ। গতকাল বিকালে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত হেলপারকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলে টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর