মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সব দল নিয়ে ভোটের ইচ্ছা সরকারের নেই

নিজস্ব প্রতিবেদক

সব দল নিয়ে ভোটের ইচ্ছা সরকারের নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যে পথে এগোচ্ছেন,  সে পথ একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠা করার পথ। এখানে জনগণের রায় দেওয়ার কোনো পথ দেখা যাচ্ছে না। জনগণের রায় নেওয়ার কোনো ইচ্ছা প্রধানমন্ত্রীর নেই। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন করার ইচ্ছা বর্তমান সরকারের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়ায় গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এর আগে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘ইয়ুথ ফোরাম’ এর আয়োজনে বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ সদস্য অংশ নেন। তারা উন্মুক্ত এই অনুষ্ঠানে সংসদের আদলে বিভিন্ন বিষয়ে নানা প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা জি এম রাব্বানীকে (নয়ন বাঙালি) জীবনের হুমকি নিয়ে দেশ ছাড়তে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে অবশ্য বিদেশ থেকে স্কাইপির মাধ্যমে নয়ন বাঙালি যোগ দেন। পরে নয়ন বাঙালি সংগঠনের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম মুনির এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহান হাফিজ শাহর  নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা দেন। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম  মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল ক?রিম শাহীন, শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর