Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫১

নির্বাচনের কারণে সংসদ ভাঙবে না

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের কারণে সংসদ ভাঙবে না

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনের কারণে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। আগামী অধিবেশন হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। রাজধানীর তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। নকলনবিসদের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায় ও পরিশোধ বিধিমালা, ২০১৮-এর আলোকে নকলনবিসদের পারিশ্রমিক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, কবে নাগাদ সংসদ ভাঙছে? জবাবে আনিসুল হক বলেন, প্রথম কথা হলো সংসদ ভাঙবে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন, সেটি হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকার গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রীর। সেই সরকারের আকার সম্পর্কে তিনিই জানেন। আরপিও সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনো আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে। তারপর তা আমার কাছে পাঠাবে।’ এর আগে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করে। যারা ড্রয়িং রুমে বসে গণতন্ত্র নেই বলেন, আন্দোলনের ডাক দিয়ে বিমানে চড়ে বসেন, জনগণ তাদের কথা শুনবে না। নিবন্ধন কার্যালয়ের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর