Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৪ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৬

পাকিস্তানে নতুন প্রেসিডেন্ট

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে নতুন প্রেসিডেন্ট

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ড. আরিফুর রেহমান আলভি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ড. আরিফ আলভি পেয়েছেন ৩২০ ইলেকটোরাল ভোট। অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ—পিএমএল(এন) দলের ফজলুর রেহমান পেয়েছেন ১৫৯ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আইতজাজ আহসান পেয়েছেন যথাক্রমে ১২০ ইলেকটোরাল ভোট। তবে এখনো পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ফলাফল পাওয়া যায়নি। যদিও এ প্রদেশের ভোট না পেলেও আরিফ আলভিই প্রেসিডেন্ট। কেননা প্রদেশটির যতসংখ্যক ভোট রয়েছে, এর চেয়ে বেশি ভোটে এখনই তিনি এগিয়ে রয়েছেন। দেশটির ১৩তম প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়েছেন ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ড. আরিফ আলভি, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ নেতা আইতজাজ আহসান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন আরিফ আলভি। ছাত্রজীবনে তিনি লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আলভি ১৯৬৯ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পেশায় দন্ত চিকিৎসক আলভি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ১৯৯৭ ও ২০০২ সালের দেশটির সাধারণ নির্বাচনে সিন্ধুর প্রাদেশিক পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই দুটি নির্বাচনে জয়লাভ করেননি তিনি। পরে ২০১৩ সালের নির্বাচনে করাচি থেকে নির্বাচিত হন। ২০০১ সালে পিটিআইর সহসভাপতি ও পরে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলভি।


আপনার মন্তব্য