শিরোনাম
সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে ভারত কোনোভাবে হস্তক্ষেপ করবে না

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর প্রতিনিধি

নির্বাচনে ভারত কোনোভাবে হস্তক্ষেপ করবে না

হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বরিশালে এক নৌবিহারে বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনীতি একান্তই তাদের নিজস্ব বিষয়। ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনে কোনোভাবেই  হস্তক্ষেপ করবে না। তবে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ কোনো সহযোগিতা চাইলে ভারত সরকার সব সময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা ইস্যু এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে শ্রিংলা বলেন, ভারত মিয়ানমারকে বলেছে রাখাইনের বাস্তুহারা রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে রাখাইনের বাস্তুহারা লোকদের কোনো ঘরবাড়ি নেই। রোহিঙ্গারা ফেরত গিয়ে সেখানে থাকবে কোথায়? এ কারণে রাখাইন রাজ্যে গৃহ নির্মাণ শুরু হয়েছে। রাখাইনে সো সো ইকোনমিক ডেভেলপমেন্টে ভারত সরকারের কন্ট্রিবিউশন রয়েছে।

ভারত একাত্তরের মতোই বাংলাদেশের পাশে থাকবে : ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত যেভাবে ছিল, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকবে। গতকাল নেসারাবাদে কবিগুরু রবীন্দ্রনাথ কলেজে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে এ কথা বলেন।

সর্বশেষ খবর