সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দ্রুততম রানের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

দ্রুততম রানের রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করতে পারছে না ভারত। কিন্তু রান করে চলেছেন দলের অধিনায়ক বিরাট কোহলি। কেনিংটন ওভালে মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি। কিন্তু ৪৯ রানের ইনিংসটি খেলে পেছনে ফেলেছেন ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে দ্রুততম ১৮ হাজার রানের মাইলফলক গড়া ক্রিকেটার এখন কোহলি। এজন্য তাকে খেলতে       হয়েছে ৩৮২ ইনিংস। বর্তমানে ভারতীয় অধিনায়কের রান ১৮ হাজার ২৪। লারা ১৮ হাজার রানের মাইলফলক গড়তে খেলেছিলেন ৪১১ ইনিংস। টেন্ডুলকারের লেগেছিল ৪১২ ইনিংস। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি চার নম্বরে। ৬৬৪ ম্যাচ খেলে টেন্ডুলকারের রান ৩৪ হাজার ৩৫৭। সেঞ্চুরি ১০০টি, হাফসেঞ্চুরি ১৬৪টি। রাহুল দ্রাবিড় ৫০৯ ম্যাচে করেছেন ২৪ হাজার ২০৮ রান। সেঞ্চুরি ৪৮টি, হাফ সেঞ্চুরি ১৪৬টি। সৌরভ গাঙ্গুলি ৪২৪ ম্যাচে করেছেন ১৮ হাজার ৫৭৫ রান। ৩৮ সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি ১০৭টি। কোহলির রান ৩৪৩ ম্যাচে ১৮ হাজার ২৪। ৫৮ সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি ৮৫টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর