বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তরুণদেরই এখন এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক

তরুণদেরই এখন এগিয়ে আসতে হবে

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ আজ চূড়ান্ত স্বেচ্ছাচারিতার কবলে পড়ে গেছে। এই স্বৈরাচারের হাত থেকে যে কোনো মূল্যে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এ জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অহিংস আন্দোলনের মাধ্যমে তারাই পারবে এই স্বেচ্ছাচারিতার হাত থেকে মুক্ত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে অন কমিউনিটি ক্লাবে বিকল্প ধারার অঙ্গ সংগঠন প্রজন্ম বাংলাদেশ’র প্লান-বি’র ‘রাজনৈতিক আন্দোলন : অহিংস কর্মসূচি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘প্ল্যান-বি’র প্রধান ও বিকল্প ধারার যুগ্ম সম্পাদক মাহী বি. চৌধুরীর সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে বিকল্প ধারার ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর রাশেদ, যুগ্ম সম্পাদক আবদুর রউফ মান্নান, ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যাপক বি চৌধুরী বলেন, নতুন প্রজন্ম আজ এক নতুন যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ শান্তি, সুখ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। এ যুদ্ধ কোনো মারামারি কিংবা কাটাকাটির জন্য নয়। এই যুদ্ধ শুধু তরুণরাই পারে। সারা পৃথিবীতে এই যুদ্ধ তরুণরাই করেছে এবং বিজয়ী হয়েছে। আমাদের দেশেও তরুণ সমাজ সোচ্চার হয়ে উঠেছে। অতি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন তার উজ্জ্বল স্বাক্ষর। তারা দেখিয়ে দিয়েছে, অহিংসভাবেও আন্দোলন করা যায় এবং সে আন্দোলনের মধ্য দিয়েও সমাজে পরিবর্তন আনা সম্ভব। কিন্তু আমরা কী দেখলাম? শিক্ষার্থীদের সেই অহিংস আন্দোলনকেও সরকার ইচ্ছা করেই সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। ক্ষমতাসীন দলের গুণ্ডাপাণ্ডা লেলিয়ে দিয়ে কীভাবে তাদের ওপর নির্মমভাবে হামলা করেছে। আহত করেছে। আবার নির্যাতনের শিকার শিক্ষার্থীদেরই গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতনসহ কারাগারে প্রেরণ করেছে। এ অবস্থার নিরসন করতে হবে। আর সেটাও তরুণ সমাজকেই করতে হবে। সকল স্বেচ্ছাচারিতা, সকল বাধা-বিঘ্ন উপেক্ষা করে তাদেরকেই এর সমাধান করতে হবে।

সর্বশেষ খবর