শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে সরকারের নৌকা পানিতে ভেসে যাবে— বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৌকা তো ভেসেই আছে। এটা ডুবন্ত সাবমেরিন নয় যে ডুবে আছে ভেসে যাবে। নৌকা ভাসতে ভাসতে আগামী বিজয়ের মাসে বিজয়ের পতাকা নিয়ে বন্দরে ভিড়বে। গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক পরিবহনের নতুন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘে বৈঠক কোনো প্রভাব ফেলবে কিনা— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারা তো এখন একেবারেই নালিশ পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি। এটা একেবারেই যথার্থ, এটা তারা বার বার প্রমাণ করেছেন। তবে সরকার সংবিধানের বাইরে কারও কাছে নতিস্বীকার করবে না। পৃথিবীর কোথাও কোনো সংকট থাকলে নরমালি জাতিসংঘ তাদের দূত পাঠায়। তারা এমনভাবে নালিশ শুরু করেছে। বাধ্য হয়ে হয়তো জাতিসংঘ তাদের কমপ্লেইন শোনার জন্য তাদের আমন্ত্রণ করেছে। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কারও সঙ্গেই কোনোভাবে নষ্ট করতে চাই না। দেশে এমন কোনো সংকট নেই, এমন কোনো অস্থিরতা নেই; যদি তারা সে অস্থিরতা এবং সংকটে পা না বাড়ায় সুষ্ঠু-অবাধ, ফ্রি, ফেয়ার, ইনক্রেডিবল একটা ইলেকশন ইনশা আল্লাহ বাংলাদেশে হবে। ভারতের আসাম রাজ্যের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়াদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে— ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের এমন মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, শুধু তিনি নন, তাদের সভাপতি অমিত শাহও একই রকম হুমকি দিয়েছেন। ইলিগ্যাল ইমিগ্র্যান্টস (অবৈধ অভিবাসী) কারা? তা তো এখনো শনাক্ত হয়নি। শনাক্ত হওয়ার আগেই আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আর শনাক্ত হলে যখন ডিপোর্টেশনের ব্যাপার আছে, তখন আমরা দেখব।

সর্বশেষ খবর