মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টার্গেট রোহিঙ্গা নিধনের বিচার

মানবাধিকার কাউন্সিলের পর জাতিসংঘ সাধারণ অধিবেশন প্রধানমন্ত্রী যাচ্ছেন ২১ সেপ্টেম্বর

জুলকার নাইন

টার্গেট রোহিঙ্গা নিধনের বিচার

বৈশ্বিক চাপ বৃদ্ধির মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে বিচারের মুখোমুখি করার টার্গেট নেওয়া হয়েছে। বাংলাদেশের পাশাপাশি সমমনা বৈশ্বিক পক্ষগুলো এ ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। চলতি সপ্তাহে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈঠকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারের প্রস্তাব উত্থাপন করা হবে। কাউন্সিলের সভা শেষে বিচারের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব আশা করছে বাংলাদেশ। পাশাপাশি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশন ও অন্যান্য ফোরামের বৈঠকে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ইইউ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর বক্তব্য-বিবৃতিতে মিয়ানমারের জোর সমালোচনা করে বিচারের আহ্বান জানাবেন। সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনেভায় গত ১০ সেপ্টেম্বর মানবাধিকার পরিষদের ৩৯তম অধিবেশন শুরু হয়েছে। ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সত্যানুসন্ধানী দল মানবাধিকার পরিষদে রোহিঙ্গা গণহত্যা নিয়ে তাদের পুরো প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি তা বিশ্লেষণ করবে এবং মিয়ানমারের বিচারের উদ্যোগ নেওয়ার সুপারিশ তুলে ধরবে। মানবাধিকার পরিষদই গত বছরের মার্চে ওই সত্যানুসন্ধানী দল গঠন করেছিল। মানবাধিকার পরিষদে সদস্য হিসেবে চীন থাকলেও এ ফোরামে কারও ‘ভেটো’ ক্ষমতা নেই। তাই সত্যানুসন্ধানী দলের প্রতিবেদন ও সুপারিশগুলো বাস্তবায়নের প্রস্তাব মানবাধিকার পরিষদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গৃহীত হওয়ার কথা রয়েছে। ২৮ সেপ্টেম্বর পরিষদের সভা শেষে বিচারের প্রস্তাব আসতে পারে। সূত্রমতে, জাতিসংঘ মানবাধিকার পরিষদ রোহিঙ্গা গণহত্যার বিচারের উদ্যোগ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানাতে পারে। এ ছাড়া রোহিঙ্গা গণহত্যার তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিচার প্রক্রিয়ায় উদ্যোগ নেওয়ার জন্য নিজেও আরেকটি কাঠামো সৃষ্টি করতে পারে। তবে বর্তমান ব্যবস্থায় আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) মিয়ানমারে গণহত্যার অভিযোগ তদন্ত ও বিচারের জন্য নিরাপত্তা পরিষদকে উদ্যোগ নিতে হবে। চীন ও রাশিয়া এ বিষয়ে এখনো আগ্রহী না হওয়ায় এ প্রক্রিয়ায় এগোনো কঠিন হবে। অবশ্য আইসিসির তিন বিচারপতির প্যানেল ইতিমধ্যে রায় দিয়েছে, রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞে মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিচারের এখতিয়ার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আছে। এ রায়ের ফলে মিয়ানমারকে আন্তর্জাতিক এই আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে আইসিসির কৌঁসুলি ফাতোও বেনসুদার মামলা করার পথ খুলল। মানবাধিকার পরিষদে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক সনদের ৭০তম বার্ষিকী উপলক্ষে একটি উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে গণহত্যা প্রতিরোধবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা আদামা দিয়েংয়েরও বক্তব্য দেবেন। ওই আলোচনায়ও রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গ আসবে। মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ইউরোপের দেশগুলোর জোট ইইউ ও ইসলামী দেশগুলোর জোট ওআইসিরও মিয়ানমারের বিচারের বিষয়ে প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। চলতি মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে। আন্তর্জাতিক এসব অধিবেশনে মিয়ানমারকে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হবে। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। তিনি সাধারণ অধিবেশনে নির্ধারিত বক্তৃতার পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও কয়েকটি আন্তর্জাতিক ফোরামের বৈঠকে অংশ নেবেন। বাংলাদেশের কূটনীতিকরা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতা এবং বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিকে গুরুত্ব দেবেন। এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর গণহত্যার অভিযোগ জাতিসংঘে তোলার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবিও জানাবেন তিনি। এর বাইরে গতবারের ধারাবাহিকতায় সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা একটি বৈঠকের আয়োজন করবে। সেখানেও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিচারের জোর দাবি উত্থাপন হবে। গত মাসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গণহত্যার জন্য মিয়ানমারের সেনাপ্রধান ও সেনাবাহিনীর শীর্ষ পাঁচজন কমান্ডারের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করেছে। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্ত নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মেগারিনি গতকাল বলেছেন, মিয়ানমারে এখনো মানবাধিকার লঙ্ঘন চলছে। রাখাইনে এক অমানবিক পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ খবর