মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডাকসু নির্বাচনে সময় বাড়াতে আপিল

নিজস্ব প্রতিবেদক

ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যবস্থা করতে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে লিভ টু আপিল দায়ের করা হয়। রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য হাই কোর্ট যে রায় দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই রায়টি স্থগিত চেয়ে লিভ টু আপিল করেছে। তিনি বলেন, এটি ছাত্রদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি তামাশা। ঢাবি কর্তৃপক্ষ একদিকে পরিষদের সভা ডাকল, সবাইকে দেখানো হলো, তারা নির্বাচন দিচ্ছে। আবার একই সঙ্গে এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলো। এটা তো স্ববিরোধী অবস্থান। ঢাবি কর্তৃপক্ষের এ অবস্থানের কারণে ছাত্ররা হতাশ হবে। ডাকসু নির্বাচন নিয়ে ২০১২ সালে একটি রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী।

ছয় বছর পর গত ১৭ জানুয়ারি হাই কোর্টে ওই রিটের রায় হয়। রায়ে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেয় হাই কোর্ট। এরপর ডাকসু নির্বাচনের ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিগ্যাল নোটিস পাঠায় রিটকারীপক্ষ। নোটিসের জবাব না পেয়ে ১২ সেপ্টেম্বর আদালত অবমাননার মামলাও করা হয়েছে। এরই মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তোড়জোড় শুরু করে। আদালতের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার দুই মাস পর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ খবর