শিরোনাম
বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাইগারদের সামনে আফগান প্রতিরোধ

সবার নজর আজ পাকিস্তান-ভারতের দিকে

এক বুক কষ্ট নিয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল। দেশের মাটিতে পা রাখার আগে ভাঙা কব্জিতে বীরোচিত ব্যাটিং করে মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। দেশসেরা ব্যাটসম্যান নেই। খেলবেন না এশিয়া কাপ। ড্যাসিং ওপেনার তামিম না থাকলেও রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসান, বহু ম্যাচ জেতানোর নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। তিন ক্রিকেটার একত্রে ম্যাচ খেলেছেন ২৩৪টি। যা আফগানিস্তানের মোট ম্যাচের চেয়েও বেশি। এমন একটি নবীন দলের বিপক্ষে ভয়ে কম্পমান হওয়া একটু বেশিই বাড়াবাড়ি। বাংলাদেশে অন্যতম সেরা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও তাই মনে করেন। আফগানিস্তানের স্পিন ট্রায়ো রশিদ খান, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবীকে নিয়ে চিন্তিত নন অফ স্পিনার মিরাজ। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কনিষ্ঠ টাইগার যোদ্ধা মিরাজ প্রত্যয়ের সঙ্গেই বলেছেন, আফগান স্পিনারদের সামলানোর মতো ভালো ভালো ব্যাটসম্যান দলে রয়েছে। ভুল বলেছেন কি?

ভারতের দেরাদুনে গত জুনে টি-২০ সিরিজে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় টাইগাররা। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে গ্রুপ পর্বেও শেষ ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। গ্রুপ শীর্ষে উঠার লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে গতকাল বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। প্রচণ্ড গরমে ক্লান্তি এড়াতে হোটেল রুমেই কাটিয়েছে টাইগাররা। অনুশীলন ছিল না বলে মিডিয়ার মুখোমুখি হন ১৪ টেস্ট, ১২ ওয়ানডে ও ১০ টি-২০ খেলা মিরাজ। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার নিশ্চিত করার ম্যাচে জয়ের অন্যতম নায়ক আফগান স্পিনার রশিদ, মুজিব ও নবী। এদের বিপক্ষে খেলতে হবে লিটন, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, মিথুনদের। তরুণ তুর্কি মিরাজ বিশ্বাস করেন আফগান স্পিনারদের সামলানোর জন্য যথেষ্ট সামর্থ্যবান দলের ব্যাটসম্যানরা, ‘আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো। তারা অনেক ভালো স্পিন খেলেন। আশা করি আফগানিস্তানের স্পিনারদের সামলাতে কোনো সমস্যা হবে না আমাদের। আর এটা ওয়ানডে ক্রিকেট, ৫০ ওভারের ম্যাচ। এখানে তাড়াহুড়া করার কিছু নেই। সিঙ্গেল নিয়ে খেলার অনেক সুযোগ রয়েছে। সুতরাং আফগান স্পিনারদের নিয়ে বাড়তি টেনশনের কিছু নেই।’ টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ১৮৯ ম্যাচে ৫৪৩৩ রান, মুশফিক ১৮৮ ম্যাচে ৪৯৭২ রান, মাহমুদুল্লাহ ১৫৭ ম্যাচে ৩৪৩৮ রান করেছেন। এছাড়া মিথুন ৪ ম্যাচে ৯৯ রান, লিটন দাস ১৩ ম্যাচে ১৬৫ রান করেছেন। এমন সব ব্যাটসম্যান নির্ভর টাইগারদের নির্ভার থাকাই উচিত মনে করেন মিরাজ। টি-২০ ক্রিকেটে এগিয়ে আফগানিস্তান। কিন্তু ওয়ানডেতে এগিয়ে বাংলাদেশ। যদিও ওয়ানডেতে দুই দেশের মোট লড়াইয়ের ব্যবধান খুব বেশি নয়। বাংলাদেশের জয় ৩টি এবং আফগানিস্তানের দুটি। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট থেকে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে টাইগাররা। ঘরের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতা ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে থাকা দল নিয়ে তাই চিন্তিত নন মিরাজ। শুধু ব্যাটসম্যানদের নিয়ে নয়, দলের স্পিনার ও পেসারদের নিয়েও আত্মবিশ্বাসী এই অফ স্পিনার, ‘আমাদেরও বেশ ভালো ভালো স্পিনার রয়েছেন। এই মুহূর্তে সবাই খুব ভালো ক্রিকেট খেলছেন। সাকিব ভাই বিশ্ব সেরা অলরাউন্ডার।’

শুধু স্পিনাররাই নন, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বোলিং করেছেন পেসাররাও। দলের পেসারদের নিয়েও আত্মবিশ্বাসী মিরাজ, ‘আমাদের পেসাররাও ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন। আমরা ব্যালান্সড দল। তারপরও মনে করি ম্যাচটি খুব ভালো হবে।’ মিরাজ ছাড়াও দলে রয়েছেন বাঁ হাতি স্পিনার সাকিব, নাজমুল অপু। মাহমুদুল্লাহ রিয়াদও অফ স্পিন করেন। পেসারদের মধ্যে মাশরাফি রয়েছেন দারুণ ফর্মে। ১৮৯ ম্যাচে তার উইকেট ২৪৬টি। চার উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে আড়াইশ উইকেট নেওয়ার মাইলফলক গড়বেন। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ৩১ ম্যাচে ৫৮টি, রুবেল হোসেন ৮৯ ম্যাচে ১১৩ উইকেট নিয়েছেন। এছাড়াও রয়েছেন আবু হায়দার রনি, আরিফুল ইসলাম। স্পিনারদের মধ্যে সাকিবের উইকেট ১৮৯ ম্যাচে ২৩৬টি, মিরাজের ১২ ম্যাচে ১২ উইকেট, মাহমুদুল্লাহ ৭০ উইকেট। এমন একটি অভিজ্ঞ দলকে ব্যালান্সড বলাই স্বাভাবিক। কাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আগে অবশ্য আজ ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের দিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

সর্বশেষ খবর