বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণকে দেশের নিয়ন্ত্রণ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জনগণকে দেশের নিয়ন্ত্রণ নিতে হবে

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণকে দেশের মালিক হিসেবে রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংকের টাকা লুটপাট ও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। একইসঙ্গে ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশের মালিক হিসেবে জনগণকে দেশের নিয়ন্ত্রণ নিতে হবে। গতকাল সন্ধ্যায় খুলনা শহীদ হাদিস পার্কে যুক্তফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনের শাসন, ন্যায়বিচার, অবাধ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট আ ফ ম মহসীন। বক্তৃতা করেন যুক্তফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি নেতা আবদুল মালেক রতন। জনসভায় বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচনে রোডম্যাপ তৈরি, ইভিএম পদ্ধতি বাতিল, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ ও মিথ্যা মামলায় গ্রেফতার বন্ধের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর