রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আইনি ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

আইনি ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আইনি ভিত্তি পেলে সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তিনি বলেন, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। যে ইভিএম আছে সেটা যদি ব্যবহার উপযোগী হয়, ত্রুটি না থাকে তবে ইভিএম ব্যবহার হবে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসির কর্মকর্তাদের একাদশ সংসদ নির্বাচনের প্রশিক্ষণ অনুষ্ঠান  উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে সিইসি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের আর বেশি দিন নেই। হয়তো দুই থেকে আড়াই মাসের মধ্যে নির্বাচন হবে। এ প্রস্তুতির প্রথম পর্ব শুরু হলো এখন থেকে। ইভিএম বিষয়ে সিইসি বলেন, ইভিএম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকবে, প্রশ্ন থাকবে। ভোট মানুষের একটি পবিত্র আমানত।

সর্বশেষ খবর