মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার শুরু

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার শুরু

বেনজীর আহমেদ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে সতর্ক রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেশে মুষ্টিমেয় কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ এমন কিছু দেখলে র‌্যাবকে জানানোর আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল সকাল সাড়ে ১১টায় গুলশান-বনানী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে প্রতিটি দিন র‌্যাব অভিযান অব্যাহত রাখবে। তবে আমরা দিন বা সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অভিযান অব্যাহত রাখব। যাতে কোনো প্রকার অবৈধ অস্ত্রের ব্যবহার না হয়। এমনকি নির্বাচনের পরেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব প্রধান বলেন, কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে আপনারা আপনাদের উৎসব আনন্দের সঙ্গে পালন করবেন। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা নেই। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জাহাঙ্গীর আলম, মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সরোয়ার বিন কাসেমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর