মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভারতে সালাহউদ্দিনের রায়ের দিন ফের পেছাল

কলকাতা প্রতিনিধি

ভারতে সালাহউদ্দিনের রায়ের দিন ফের পেছাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ৯ নভেম্বর করা হয়েছে। গতকাল মেঘালয়ের শিলং আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম শ্রেণি) এজলাসে সালাহউদ্দিনের বিষয়ে রায় ঘোষণা করার কথা ছিল। এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুলতবি চাইলে মামলাটির রায় দান আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়। এ নিয়ে চার দফায় বিএনপি নেতার রায় দান পিছানো হলো। এর আগে গত ২৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত প্রথমবারের জন্য ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করে। পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ধার্য করা হয়। কিন্তু সেদিন বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। এর প্রায় দুই মাস পর ১১ মে শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকায় তার খোঁজ মেলে। কিন্তু ভারতে প্রবেশের কোনো বৈধ নথি না থাকায় পরদিন ১২ মে তাকে গ্রেফতার করে মেঘালয় পুলিশ। এরপর থেকে তিন বছরের বেশি সময় ধরে তিনি সেখানেই জামিনে আছেন। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর