বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বামজোট নির্বাচনের নয় আন্দোলনের শক্তি

নিজস্ব প্রতিবেদক

বামজোট নির্বাচনের নয় আন্দোলনের শক্তি

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বামদের গণতান্ত্রিক জোট নির্বাচনী কোনো জোট নয়, এটা আন্দোলনের শক্তি। এটা সেই আন্দোলন, যে আন্দোলন রাষ্ট্রে পরিবর্তন আনবে। এটা সেই বিপ্লব, যে সামাজিক বিপ্লবের জন্য মানুষ প্রতীক্ষা করছে দীর্ঘদিন ধরে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বাম গণতান্ত্রিক জোট এর আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, বামদের লড়াই কেবল নির্বাচনের জেতার লড়াই নয়, আগামীতে নির্বাচনে বামপন্থিরা নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না সেটা আরেক কথা। অংশ নিলে সেটা আন্দোলনের অংশ হিসেবে নেবেন। আন্দোলনটাই আসল কথা নির্বাচন আসল কথা না।  তিনি বলেন, পুঁজিবাদের ধারক, বাহক, সুবিধাভোগীরাই এখন মূলধারায় রাজনীতি করছে। তারাই শাসন করছে শোষণ করছে। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নিকৃষ্ট মানুষগুলোই আজ শাসন করছে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কর্তা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিপ্লবের জন্য জ্ঞানের দরকার। বুর্জোয়াদের জ্ঞান, নৈতিকতায় হারিয়ে দিতে হবে। গণ অবস্থান থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে গণ অবস্থানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সামনে নির্বাচন। কিন্তু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

সর্বশেষ খবর