সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
আরপিও উঠছে মন্ত্রিসভায়

সংসদ ভোটে ইভিএম ব্যবহারের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভায় উঠছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যালট পেপারে প্রচলিত ভোটের পাশাপাশি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আরপিও সংশোধনে ইসির প্রস্তাব যাচাই-বাছাই করে আইন মন্ত্রণালয় সেটি মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। আজ সেটা বৈঠকে উত্থাপন করা হবে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৩০ অগাস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনের সিদ্ধান্ত নেয়। পরে প্রস্তাবটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর