সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নৌকা যত দিন থাকবে দেশ দ্রুত এগোবে : জয়

সাভার প্রতিনিধি

নৌকা যত দিন থাকবে দেশ দ্রুত এগোবে : জয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতির পর উন্নয়নশীল দেশের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নৌকা যত দিন থাকবে, তত দিন বাংলাদেশ দ্রুত এগোতে পারবে। গতকাল বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘ইয়াং বাংলা’ আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ২০১৫ ও ২০১৭ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের গল্প তুলে ধরা হয় এক ভিডিও ডকুমেন্টারিতে।  ২০১৮ সালে এই অ্যাওয়ার্ডের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছে তা-ও তুলে ধরে ইয়াং বাংলা। পরে এবারের শীর্ষ ১০ বিজয়ীর গল্প তুলে ধরা হয় আরেক ভিডিও ডকুমেন্টারিতে।  এরপর সজীব ওয়াজেদ জয় শীর্ষ ১০টি তরুণ সংগঠনের উদ্যোক্তাদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেন। জয়ের বক্তব্যের পর একে একে পুরস্কার তুলে দেওয়া হয় বাকি বিশটি প্রতিষ্ঠানকেও। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখি। সেই সঙ্গে আমরা স্বপ্ন দেখি, দেশ সম্পূর্ণ ডিজিটাল হবে। তিনি বলেন, ১০ বছর আগে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলতাম, তখন সবাই আমাদের নিয়ে ঠাট্টা করেছে। অ্যাটিচিউড এমন ছিল যে, বাংলাদেশে কিছুই সম্ভব না। সেখান থেকে আমরা নিজেরাই সম্পূর্ণটা করেছি। বিশ্বব্যাংকের কনসালটেন্ট এনে আমরা ডিজিটাল বাংলাদেশ গঠন করিনি। তিনি বলেন, একটি মানুষও যাতে পিছিয়ে না থাকে এটাই আমাদের স্বপ্ন। এটাই হচ্ছে আমাদের ওয়াদা। জয় সমবেতদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে ওয়াদা করছি, নৌকায় ভোট দিলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই আসুন দেশকে এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দেই। অনুষ্ঠানে এসেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার ছেলে ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ছিলেন ডাক- টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ।

সর্বশেষ খবর